চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৫২ জন শিক্ষার্থী পাস করেছে। পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর সারাদেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১ হাজার ২৪৮ জন মধ্যে এইচএসসি পরীক্ষায় পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন। অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য গত ২৭ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পুনঃনিরীক্ষণের এই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ড।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান বলেন, এবছর ২৭ হাজার ২৭২ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা হয়। পুনঃনিরীক্ষণে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৫২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭৯ শিক্ষার্থী।
আরএ/ডিজে