চট্টগ্রাম নগরীর জামালখানে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান নামের এক ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম নিলয় দত্ত (২২)। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ৩ নম্বর চিকনদন্ডীর দত্ত বাড়ি এলাকার বিশ্বনাথ দত্তের ছেলে। তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরীর হেমসেন লেনে থাকেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) কোতোয়ালী থানার হেমসেন লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০২২ সালের ২২ এপ্রিল রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড় মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ওরফে ইভান। তিনি বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এই ঘটনায় শোভন দেব, ধ্রুব, প্রান্ত, শ্রাবণ, শচীন, রুবেল দত্ত, অর্ক ও মহান চৌধুরীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়।
ঘটনার দিন রাতেই মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি শোভন দেবকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত বছরের ২৭ এপ্রিল নগরীর সিআরবি সাত রাস্তার মাথা থেকে প্রিয়ম বিশ্বাস ও ১০ মে লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া এলাকা থেকে সৌরভ দাশকে গ্রেপ্তার করা হয়।
এরপর গত বছরের ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে নগরীর চেরাগী পাহাড় ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন—সজীব নাথ (১৯), সৌভিক পাল (২০) ও মো. শাখাওয়াত হোসেন (২০)। এই বছরের ৮ ফেব্রুয়ারি শ্রাবণ দে (২০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘জিজ্ঞাসাবাদে নিলয় দত্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত এজাহার নামীয় ১ নম্বর আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।’
আরএম/ডিজে