চট্টগ্রামে আরো একজন ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন আরো একজন। মৃতের নাম বিপ্লব দাশ। তার বাড়ি চন্দনাইশের দোহাজারীতে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তার মৃত্যু হয়।

জানা গেছে, বিপ্লব দাশ চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের দিয়ারা এলাকার সন্তুুষ দাশের ছেলে। তাকে গত ২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হলে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো।

সোমবার ( ২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিপ্লব দাশকে নগরীর চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পর রোগীর স্বজনরা হাসপাতালে চিকিৎসা করাবেনা বলে ভোর ৫ টায় হাসপাতাল থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) রোগীকে গুরুতর অবস্থায় আবার হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের উপ-পরিচালক আখতারুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সোমবার ( ২ সেপ্টেম্বর) রাত ৮.৩০ মিনিটে বিপ্লব দাশকে তার পরিবার নিয়ে আসলে চিকিৎসা শুরু হয় কিন্তু রোগীর স্বজনরা তাকে চিকিৎসারত অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রোগীকে আবার হাসপাতালে আনে। ওই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, বিপ্লব দাশসহ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে।

এসএএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!