চট্টগ্রামে আরও দুই ওসি বদলি— এবার ইপিজেড ও পাহাড়তলী

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার ওসি বদলির পরদিনই এবার বদলি হলেন নগরীর আরও দুই থানার ওসি। এই দুটি থানা হল ইপিজেড ও পাহাড়তলী থানা।

সর্বশেষ এই দফায় বদলি হয়ে গেলেন ইপিজেড থানার ওসি সাতকানিয়ার সন্তান উৎপল বড়ুয়া। তার নতুন কর্মস্থল ঢাকা নগর পুলিশ (ডিএমপি)। একইদিন পৃথক প্রজ্ঞাপনে বদলি হলেন পাহাড়তলী থানার ওসি রাঙ্গুনিয়ার সন্তান হাসান ইমাম। তাকে অবশ্য চট্টগ্রাম রেঞ্জ পুলিশেই বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে আগামী ২৭ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ২৮ আগস্ট তারিখ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

এর ঠিক আগের দিনই বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রাম নগর পুলিশে সাম্প্রতিককালের ধারাবাহিক রদবদলের অংশ হিসেবে হন সিএমপির ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। তার নতুন ঠিকানা এখন খুলনা রেঞ্জ পুলিশ।

তারও আগে ৮ আগস্ট হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম ও পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। ৭ আগস্ট বদলি করা হয় চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর ও বাকলিয়া থানার ওসি রুহুল আমীনকে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!