চট্টগ্রামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রামে আবু সাঈদ (৩০) নামের আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়। নিহত আবু সাঈদ নগরের আসাদগঞ্জের ইসলামপুর এলাকার সাদমান সরকারের ছেলে। জানা গেছে, তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে আবু সাঈদকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার সকালে তিনি ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায়ও আক্রান্ত হন। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবু সাঈদকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চমেক হাসপাতালের উপ-পরিচালক আখতারুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে আবু সাঈদকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার ডাইরিয়া হলে শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!