চট্টগ্রামে আরএনবির ৪৬তম ব্যাচের পুনর্মিলনী

চট্টগ্রাম পূর্বাঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৪৬তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় কয়েকশ সদস্য। চাকরি জীবনের নানান স্মৃতি নিয়ে আলোচনা ও আড্ডায় মেতে উঠে তারা।

শনিবার (৭ ডিসেম্বর) দিনভর খুলশী রেলওয়ে ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানে মেতে ছিলেন আরএনবি সদস্যরা।

অনুষ্ঠানের অতিথি আরএনবির (পূর্ব) চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলাম বলেন, আপনাদের অনেক দাবি-দাওয়া আছে, এগুলো নিয়ে আমি কাছ করছি। সবচেয়ে বড় দাবি, বাহিনীকে রেলপথ মন্ত্রণালয় হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া। এটি নিয়ে আমরা কাজ করছি। এছাড়া বেতন বৈষম্য দূর করা, রেশন ভাতা ও ঝুঁকি ভাতা, পদোন্নতিসহ আরও অনেক সমস্যা সমাধানেরও কাজ চলছে।

আরএনবি চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহিদুল্লাহ বলেন, আজ এমন সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের মাঝে দৃঢ়তা তৈরি করবে। ব্যস্ততার জন্য যারা উপস্থিত হতে পারেনি তারা এটি মিস করবে।

মো. ইয়াসিন উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরএনবি ঢাকার কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, খুলশী ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. রোকনুজ্জামান খান, অবসরপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. সাইদুর রহমান, সত্যজিৎ দাসসহ সকল সিআই, ইন্সপেক্টরবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm