চট্টগ্রামে আয়কর আইন নিয়ে সিসিটিএ’র কর্মশালা

চট্টগ্রাম চার্টার্ড ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের (সিসিটিএ) উদ্যােগে আয়কর আইন ২০২৩ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন ইউনিটেক্স গ্রুপের গ্রুপ সিএফও মোহাম্মদ আরিফ, এফসিএ, এফসিএমএ।

বিশেষ আলোচক ছিলেন পদ্মা অয়েল কোম্পানির এজিএম (অডিট) মো. শফিউল আজম, এসিএ।

কর্মশালায় নতুন আয়কর আইনের বিভিন্ন পরিবর্তিত বিষয় ও ফলাফল নিয়ে আলোচনা করেন অতিথিরা।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আবছারুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জরজিস আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিসিটিএ’র প্রধান উপদেষ্টা, সিনিয়র আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আখতার উদ্দিন, সাধারণ সম্পাদক রজত সাহা রনি, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ ইফতেখার, অ্যাডভোকেট আবদুল ওয়াহাব, সংগঠনের সাবেক সভাপতি নূর আহম্মদ দিদার, অ্যাডভোকেট আনিস ইফতেখার, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. ওয়াহেদুল ইসলাম এসিএমএ, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সুকান্ত দত্ত, সদস্য সচিব মো. তানভীর হাসান, সৌরভ দাশ।

আরও উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম এসিএমএ, সংগঠনের উপ কমিটির সদস্য মোহাম্মদ আসিফ, মাসুদ আলী, টুটুন তলাপাত্র,
শুভাশীষ দেব, পুলক দেবনাথ।

সংগঠন ও আয়কর আইনজীবী সমিতির প্রায় ২৫০ সদস্য কর্মশালায় অংশ নেন। পরে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm