চট্টগ্রামে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত, একদিনেই দেড় শতাধিক

১৪ দিনে দেড় হাজার শনাক্ত

আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামের করোনা শনাক্তের সংখ্যা। চলতি বছরের প্রথম দুমাস করোনা সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও মার্চ মাস থেকে হঠাৎ করে তা বাড়তে শুরু করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে আরও ১৫৩ জনের দেহে। তবে আগেরদিন একসাথে জোড়া মৃত্যু হলেও ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মারা যাননি কেউ।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৫৫৬ জন। এর মধ্যে ১৪ মার্চ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ হাজার ২ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৮১ জন। মারা যাওয়াদের মধ্যে নগরের ২৭৯ জন এবং বিভিন্ন উপজেলার ১০২ জন।

সোমবার (১৫ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৬টি ল্যাবে এক হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।’ তিনি আরও জানান, ‘ভ্যাকসিন এসেছে মানে এই নয়- করোনাকে আমরা জয় করে ফেলেছি। আমাদের উচিত অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা। কারণ, করোনা প্রতিরোধের একমাত্র হাতিয়ার মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মানা।’

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি মাসের গত ১৪ দিনে চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন।

এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৮০ হাজার ২৬৭ জন। সর্বশেষ রোববার টিকা নিয়েছেন ৫ হাজার ৯১৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার ৭৯২ জন এবং উপজেলায় ২ হাজার ১২৭ জন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm