চট্টগ্রামে আবারও করোনার ভয়ঙ্কর থাবা, একদিনেই ৩ মৃত্যু

মৃত্যুশূন্য দিনের ২৪ ঘণ্টা পার না হতেই করোনা আবারও ভয়ঙ্কর থাবা বসালো চট্টগ্রামে। এই সময়ে করোনায় মারা গেছেন আরও ৩ জন। তবে আগের দিনের চেয়ে করোনা শনাক্ত কমেছে আরও। নতুনভাবে করোনা পজিটিভ পাওয়া গেছে ১০৭ জনের দেহে। আক্রান্তদের মধ্যে নগরের ৬০ জন এবং উপজেলার বাসিন্দা ৪৭ জন।

এই নিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৫ হাজার ২৯৭ জনে। এদের মধ্যে মারা গেছেন ৬৪৫ জন।

বুধবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৪২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৭ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।   

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এছাড়া নগরীর বেসরকারি ল্যাবগুলোর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।  

এদিন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।  

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!