চট্টগ্রাম সংসদীয় আসন ১০ এর সাংসদ প্রয়াত ডা. আফছারুল আমীনের মৃত্যুতে শূ্ন্য হওয়া আসনটিতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
শনিবার (২৪ জুন) প্রথম দিনেই ডা. আফছারুল আমীনের পরিবার থেকেই এমপি হতে চান তিনজন। তারা হলেন এমপির ভাই মো. এরশাদুল আমীন, স্ত্রী কামরুন নেছা ও ছেলে মো. ফয়সাল আমীন।
এছাড়াও দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিনে সাবেক এমপির পরিবারের তিন সদস্যসহ মোট ফরম কিনেছেন ১৪ জন। অন্যরা হলেন এমএ আজিজের ছেলে নগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, নগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন ও শফর আলী, নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, ২৪ নম্বর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. জাবেদ নজরুল ইসলাম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন।
মনোনয়ন সংগ্রহের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
চট্টগ্রাম ১০ আসনে আগামী ৩০ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে আসনটিতে। এজন্য দলটির পক্ষ থেকে সোমবার (২৬ জুন) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র বিক্রি করা হবে।
বিএস/ডিজে