চট্টগ্রামে আইসিইউ সিট খালি ১৯টি, সাধারণ শয্যা ৩৪৩!

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য

আইসিইউতে সিট না পেয়ে হরহামেশাই শোনা যায় রোগী মৃত্যুর খবর। একটি আইসিইউ সিটের জন্য শিল্পপতি থেকে শুরু করে সবার সেকি আকুতি, তবুও চট্টগ্রামে একটি আইসিইউ সিট পাওয়া মানে সোনার হরিণের খোঁজ পাওয়া। অথচ, বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে জানানো হয় চট্টগ্রামে আইসিইউ সিট খালি আছে ১৯টি!

বুলেটিনে জানানো হয়, চট্টগ্রাম মহানগরীতে করোনা ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যার সংখ্যা ৬৫৭টি। ভর্তি আছে ৩১৪ জন এবং খালি শয্যা সংখ্যা ৩৪৩টি। চট্টগ্রামে করোনা ডেডিকেটেড সব হাসপাতাল মিলে আইসিইউ সংখ্যা ৩৯টি। ভর্তি আছে ২০ এবং খালি আছে ১৯টি শয্যা।

অপরদিকে, রাজধানীতে করোনা ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ছয় হাজার ৩০৫টি। ভর্তি রয়েছেন দুই হাজার ২১৩ এবং শয্যা খালি আছে চার হাজার ৯৩টি। আর রাজধানীর করোনা ডেডিকেটেড সব হাসপাতাল মিলে আইসিইউ সংখ্যা ১৪২টি। ভর্তি রয়েছে ১০২ এবং খালি আছে ৪০টি শয্যা।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তার দেয়া অনলাইন বুলেটিনে আরও জানান, সারাদেশে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৯৪৫টি, আইসিইউ ৩৯৪টি, অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১ হাজার ৭৬৪টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ১৩৪ এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা ৯৮টি। সারাদেশে সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ১৭৬ জন, আইসিইউতে ভর্তি ১৯৪ এবং সারাদেশে ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ৪৪৫ জন। ছাড়প্রাপ্ত নিয়েছেন ৬৩৯ জন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm