চট্টগ্রামে অস্ত্রসহ আটক সাবেক ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পটিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সায়েম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, নগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি অস্ত্রের বিষয়ে তথ্য দেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, রাতে কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খাঁর বাড়ি এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, সায়েমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাটসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm