চট্টগ্রামে অবরোধে গাড়ি ভাঙচুর, বাসে আগুন, আটক ১৪
সারাদেশে বিএনপির দেওয়া তিন দিনের অবরোধ কর্মসূচি প্রথম দিনেই চট্টগ্রামের বিভিন্ন স্পটে প্রাইভেট কার ভাংচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷
সকালে নগরীর সিটি গেট এলাকায় পাক্কা রাস্তার মাথায় ২-৩টি প্রাইভেট কার ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় অবরোধকারীদের মধ্য থেকে ১৪ জনকে আটক করেছে আকবরশাহ থানা পুলিশ৷ তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে ভোরে নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি লোকাল বাসে যাত্রী সেজে আগুন দেয় দুর্বৃত্তরা।
সোমবার রাতে নগরীর গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় দামপাড়া বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুবৃর্ত্তরা।
এ প্রসঙ্গে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘বেশ কয়েকটি গাড়ি, প্রাইভেট কার ভাঙচুর ও ভাঙচুরচেষ্টা করায় ১৪ জনকে আটক করেছি আমরা।’
এআইটি/এমএফও