মুক্তিযুদ্ধে আত্মঘাতী এক শ্বাসরুদ্ধকর অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার (২২ জুলাই) বিকেল ৩টায় বন্দর স্কুল ও কলেজ সংলগ্ন শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি থাকবেন বীর-উত্তম, বীরবিক্রম প্রধান অধিনায়ক অপারেশন জ্যাকপট কমডোর এ ডব্লিউ চৌধুরী। প্রধান বক্তা থাকবেন শিকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।
সভায় সভাপতিত্ব করবেন শিকড় ফাউন্ডেশনের সভাপতি ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আব্দুল মালিক।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।