চট্টগ্রামে অনুমোদনহীন অনলাইন টিভির বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনিবন্ধিত (অনুমোদহীন) অনলাইন টিভি ও অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) রাতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুনের ব্যবসাপ্রতিষ্ঠানের ল্যান্ড অফিসার মোহাম্মদ মুছা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং ২৮।

মামলায় আসামি করা হয়েছে সি-ভিশন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নামে অনুমোদনহীন অনলাইন টিভির সম্পাদক মিজানুর রহমান ইউছুফ ও বার্তা সম্পাদক আরিয়ান লেলিনকে। এছাড়া ফেসবুক পেইজে যারা শেয়ার করেছে তাদের অজ্ঞাতনামা আসামি হিসাবে রাখা হয়েছে।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলম মামুনের বিরুদ্ধে সি-ভিশন নামে অনলাইন টিভিতে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে জায়গা দখলকারী আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশ করে এবং তা বিভিন্ন মানুষকে দিয়ে ফেসবুকে শেয়ার করায়।

ওই সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত ও সম্মানহানিকর হয়েছে বলে উল্লেখ করে উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানের ল্যান্ড অফিসার মোহাম্মদ মুছা বাদী হয়ে এই মামলা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অনুমোদনহীন সি-ভিশন নামে একটি অনলাইন টিভিতে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে তার সম্মাণহানি করা হয়েছে মর্মে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়েছে। আর যারা এ সংবাদটি ফেসবুকে শেয়ার করেছেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm