চট্টগ্রামে আসছেন দুই নতুন অতিরিক্ত জেলা প্রশাসক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল মালেককে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) রাকিব হাসানকেও একই পদে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে ।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) তাপ্তি চাকমাকে কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোনায়ের আহমেদকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
আরএম/ডিজে