চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ১ অতিরিক্ত ডিআইজি ও সিএমপির ৩ উপ-পুলিশ কমিশনারসহ (ডিসি) পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব থেকে অন্যত্র বদলি করা হয়।
প্রজ্ঞাপনের আদেশে বলা আছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মন্নান মিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারীশকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ কে পুলিশ সুপার হিসেবে নৌ পুলিশে বদলি, উপ পুলিশ কমিশনার (ডিসি) এন এস নাসিরুদ্দিন কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি এবং উপ পুলিশ কমিশনার (ডিসি) মোসা. সাদিরা খাতুন কে পুলিশ সুপার পদে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়। জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
ডিজে