চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২, যা গতবারের তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ কম। এবারের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থী অংশ নেয়, তার মধ্যে ৭৪ হাজার ১২৫ জন শিক্ষার্থী পাস করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান।
এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন শিক্ষার্থী । ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৭২ এবং ছাত্রী ৭২ দশমিক ৪৯ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা হওয়ার পর কোটাসংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপরও দফায় দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
সারা দেশে পাস ১০ লাখ ৩৫ হাজার
এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষাবোর্ডে এবার পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে তাতে দেখা যায়, গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসেবে পাসের হারও কিছুটা কমেছে। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
এবার ৯ হাজার ১৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আরএ