প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, যারা স্বচ্ছ ভাবমূর্তির এবং যাদের বিরুদ্ধে অন্যায় কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদেরই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী হবে।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে (চসিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদে সংসদ নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন রেজাউল করিম।
এ সময় রেজাউল করিমের সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন্দর আসনের সাংসদ আবদুল লতিফ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সাক্ষাতে রেজাউল করিমকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আহবানও জানান তিনি। মেয়র পদে মনোনীত করায় রেজাউল করিম চৌধুরীও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উপস্থিত অন্যান্য নেতারা প্রধানমন্ত্রীকে বলেন, চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমকে সানন্দে গ্রহণ করেছে। তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করা ত্যাগী ও বীর মুক্তিযোদ্ধা একজন নেতাকে মনোনীত করায় বেশ উচ্ছ্বসিত বলেও তারা প্রধানমন্ত্রীকে জানান।
এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ায় আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে গিয়েছিলাম। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার নির্দেশ দিয়েছেন।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। তিনি আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে উনার বিশেষ নজর রয়েছে। এই উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল ও ফলপ্রসূ করতে সবাইকে একযোগে নিরলসভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, যারা স্বচ্ছ ভাবমূর্তির এবং যাদের বিরুদ্ধে অন্যায় কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চসিক নির্বাচনের ভোট গ্রহণ। এবারের চসিক নির্বাচনে মেয়র পদে সবাইকে চমকে দিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।
এআরটি/এসএ