ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশের ৫৯৫ জন সদস্য। এর মধ্যে চট্টগ্রামের রয়েছেন ২৯ জন। বিভিন্ন স্তরের এই পুলিশ সদস্যরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), চট্টগ্রাম রেঞ্জ পুলিশ, র্যাব-৭, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও এপিবিএনে কর্মরত রয়েছেন।
পুলিশ সদর দফতর থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই তালিকা চূড়ান্ত করা হয়। পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতরা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার পাবেন। রোববার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন শেষে পুলিশের সর্বোচ্চ পদক প্রদান করবেন। অন্যদিকে পুলিশ সপ্তাহের শেষ দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আইজিপি ব্যাজ তুলে দেবেন। ক্যাটাগরি অনুযায়ী পদকের সঙ্গে প্রত্যেক সদস্য পাবেন ৫ থেকে ২৫ হাজার টাকা করে।
চট্টগ্রামের যারা আইজিপি ব্যাজ পেলেন—
উপমহাপরিদর্শক
১. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক
উপ-পুলিশ কমিশনার ও পুলিশ সুপার
১. সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবদুল ওয়ারীশ
২. চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার
৩. চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পুলিশ সুপার উত্তম কুমার পাল
৪. ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদ
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার
১. চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিস্কৃতি চাকমা
২. সিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশিকুর রহমান
৩. সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মো. আবদুর রউফ
৪. চট্টগ্রামের র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ
৫. পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দিন
সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার
১. মিমতানুর রহমান, চট্টগ্রামের র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার)
২. সিএমপি কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা
পুলিশ পরিদর্শক
১. সিএমপির ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক সদীপ কুমার দাশ
২. সিএমপির পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া
৩. চট্টগ্রামের পতেঙ্গা সাব-জোন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আমিনুল হক
৪. সিএমপির কেন্দ্রীয় অস্ত্রাগারের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী
৫. সিএমপির পুলিশ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া
৬. সিএমপির কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান
৭. সিএমপির কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জোবাইর সৈয়দ
উপ-পরিদর্শক
১. সিএমপি কোতোয়ালী থানার এসআই সজল কান্তি দাশ
২. সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগের এসআই সুমিত দাশ
৩. সিএমপির ডবলমুরিং মডেল থানার এসআই অর্ণব বড়ুয়া
৪. চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর এসআই আবুল হাশেম
সহকারী উপ-পরিদর্শক
১. সিএমপির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই লতা পারভীন
২. সিএমপির কোতোয়ালী থানার এএসআই অনুপ কুমার বিশ্বাস
৩. সিএমপির মহানগর গোয়েন্দা বিভাগের (বন্দর) এএসআই সন্তু শীল
নায়েক ও কনস্টেবল
১. চট্টগ্রাম ৯ এপিবিএনের নায়েক আশরাফুল ইসলাম
২. সিএমপির কনস্টেবল ফারহান আহমেদ রাসেল
৩. চট্টগ্রাম ৯ এপিবিএনের কনস্টেবল বাদশা ফাহাদ
এবার কনস্টেবল থেকে শুরু করে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা পর্যন্ত মনোনীত ৫৯৫ জনের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন সদস্য আইজিপি ব্যাজ পাচ্ছেন। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ৫০১ জন পুলিশ সদস্য। ২০১৮ সালে ৩২৯ জন ও ২০১৭ সালে ২৮৮ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ দেওয়া হয়।
সিপি