চট্টগ্রামের ১৮ ইউনিয়নে নির্বাচন ১৫ জুন, ভোট হবে ইভিএমে

চট্টগ্রামের ৬ উপজেলার ১৮ ইউনিয়নসহ দেশের মোট ১৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন এই ১৩৫ ইউনিয়নে একযোগে ইভিএমে ভোটগ্রহণে কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এসব ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদে মনোনয়ন দাখিলের শেষ সময় আগামী ১৭ মে। ১৯ মে এসব মনোনয়নপত্র যাছাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে।

চট্টগ্রামের ১৮ ইউনিয়নের মধ্যে রয়েছে বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো౼পুকুরিয়া, সাধনপুর, খাওখানবাদ, বাহারছড়া, কালিপুর, বৈলছড়ি, কাথরিয়া, সরল, শীলকুপ, চাম্বল, পুঁইছড়ি, শেখেরখীল, ছনুয়া।

বাকি ৫ ইউনিয়ন হলো সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড়, ফটিকছড়ির ভূজপুর, হাটহাজারীর ফরহাদাবাদ, কর্ণফুলীর চরপাথরঘাটা, সাতকানিয়ার এঁওচিয়া।

একইদিন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী, কালারমারছড়া এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নেও নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এআরটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm