s alam cement
আক্রান্ত
৫৫৯৮১
সুস্থ
৪৭৮৬৭
মৃত্যু
৬৫৭

চট্টগ্রামের ১১৬ জনসহ এমপিওভুক্ত ১৪৬৩ শিক্ষক-কর্মচারী

0

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে এক হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ১১২ জন ও কলেজের ৩৫১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এতে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্কুলে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারী রয়েছেন ১১০ জন। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন কলেজে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারী রয়েছেন ৬ জন।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

স্কুল-কলেজে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন মোট ১ হাজার ৪৬৩ জন। স্কুলের ১ হাজার ১১২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১১০ জন, বরিশাল অঞ্চলের ৫৭ জন, কুমিল্লা অঞ্চলের ৫৪ জন, ঢাকা অঞ্চলের ২২১ জন, খুলনা অঞ্চলের ৮১ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৬১ জন, রাজশাহী অঞ্চলের ১৮৪ জন, রংপুর অঞ্চলের ১৭৭ জন এবং সিলেট অঞ্চলের ৬৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অন্যদিকে কলেজের ৩৫১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৬ জন, বরিশাল অঞ্চলের ৩৩ জন, কুমিল্লা অঞ্চলের ১১ জন, ঢাকা অঞ্চলের ২১ জন, খুলনা অঞ্চলের ৬৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৮ জন, রাজশাহী অঞ্চলের ১০৯ জন, রংপুর অঞ্চলের ৭৭ জন এবং সিলেট অঞ্চলের ১২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm