চট্টগ্রামের ১০ ‘সেহেরিওয়ালা’ দুস্থদের পৌঁছে দিচ্ছেন রাতের খাবার
এক টাকার ‘সবজিওয়ালা’ সেই তপুর উদ্যোগ
করোনার চোখ রাঙানিতে বছর দুয়েক আগে যখন মানুষ ঘর থেকেই বের হতে ভয় পাচ্ছিল তখন সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে নেমেছিলেন মাঠে। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চালু করেছিলেন ‘এক টাকার সবজি বাজার’। যেখানে এক টাকায় মাস্ক কিনলে ফ্রিতে পাওয়া যেত ৫ কেজি চাল ও ৫ কেজি সবজি। পরে চট্টগ্রামের তরুণ এই স্বেচ্ছাসেবকের আইডিয়াটি সমাদৃত হয় সারাদেশে।
এবার সেই ‘এক টাকার সবজিওয়ালা’ নতুন সাজে সেজেছেন ‘সেহেরিওয়ালা’ হিসেবে। সেহেরির প্যাকেট ব্যাগে নিয়ে সাইকেল চালিয়ে মধ্যরাতে তা তুলে দিচ্ছেন ফুটপাতের অসহায় মানুষদের হাতে। আর এই স্বেচ্ছায় সেবা করা প্রকল্পটি খ্যাতি পেলো ‘সেহেরিওয়ালা’ নামে।
চট্টগ্রামের স্বেচ্ছাসেবী তরুণ তোসাদ্দেক নূর চৌধুরী তপুর পরিকল্পনা ও অর্থায়নে সোমবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে।
এই কাজে ১০ জন সাইকেলচালক, দুজন বাবুর্চি ও তিনজন সাহায্যকারীকে নিয়ে ১৫ জনের একটি টিম কাজ করছেন তপুর সঙ্গে। আপাতত ১০টি সাইকেল দিয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন অলিগলিতে অসহায় মানুষের হাতে সেহেরি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
তোসাদ্দেক নূর চৌধুরী তপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রতিদিন ২০০ মানুষকে সেহেরি উপহার দেওয়া হবে। প্রথম দিন নগরীর জিইসি মোড়, প্রবর্তক, মেডিকেল ও মুরাদপুর এলাকায় সেহেরি বিতরণ করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে ১০ সাইকেল আরোহীর প্রত্যকে আলাদা আলাদা এলাকায় ছিন্নমূল মানুষগুলোর হাতে তুলে দেবেন।’
তপু আরও বলেন, ‘সচরাচর আমরা যেসব ইফতার বা সেহেরি বিতরণের অনুষ্ঠান দেখি তাতে সবাইকে একটা জায়গায় এসব জিনিস দেন। তাতে দরিদ্ররা হুড়মুড়িয়ে ধাক্কাধাক্কি করে আগে পাবার আশায়। তাছাড়া অনেক অসহায় লোক আছেন যারা চলাচলে অক্ষম, তাদের কথা চিন্তা করে আমরাই তাদের কাছে ছুঁটে যাই। তাতে প্রকৃত গরিবরাই উপকৃত হবেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের সার্বিক দিকনির্দেশনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এই ‘সেহেরিওয়ালা’ প্রকল্পের উদ্যোগ নিয়েছি। অনুরোধ থাকবে, সমাজের বিত্তশালীরাও যেন এসব দুস্থ মানুষের পাশে দাঁড়ান।’
তোসাদ্দেক নূর চৌধুরী তপু নবগঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে করোনাকালে ফ্রি মুদির বাজার, ১ টাকার সবজি বাজারসহ ফ্রি হেলথ ক্যাম্প করে সুনাম কুড়িয়েছেন তিনি।
এমএফও