চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় ‘সংঘর্ষের’ ঘটনায় সন্দেহভাজন ৮০ জনকে আটক করেছেন যৌথবাহিনী চট্টগ্রাম অঞ্চল।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর দামপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেডে যৌথ বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টাস্কফোর্স-৪ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ নভেম্বর বিকেলে ওসমান গণি নামক এক ব্যক্তির ইসকন বিরোধী একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম, নগরীর হাজারীলেনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আনুমানিক ৫০০ জন দূস্কৃতকারী ওসমান আলী ও তার ভাইকে হত্যা ও দোকান জ্বালিয়ে দেয়ার উদ্দেশ্যে হাজারী লেনে জড়ো হয়। খবর পেয়ে সেনাবিহিনী, বিজিবি, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিশৃঙ্খলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় জান-মাল রক্ষায় ও রং জাস্টিস রোধে উক্ত এলাকা থেকে ওসমান আলী ও তার ভাইকে উদ্ধার করে। উশৃঙ্খল জনতাকে যথাযথ আইনী প্রক্রিয়ায় সমাধানের আশ্বস্ত করার পরও এক পর্যায়ে উগ্র বিশৃঙ্খলাকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। দূর্বৃত্তরা অতর্কিত আক্রমণে সেনাবাহিনীর ৫ জন সদস্যসহ ৭ জন পুলিশ সদস্য আহত হন। সেনাবাহিনীর আহত সদস্যদের চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়।
এছাড়াও দূর্বৃত্তরা ইট ছুড়ে সেনাবাহিনীর একটি পিকআ্যাপ ভেঙ্গে ফেলে। এ সময় ঘটনাস্থল থেকে ৮০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে যৌথবাহিনী। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই বাছাইয়ের ভিত্তিতে প্রকৃত দূস্কৃতকারীদের সনাক্তকরণ অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
আটক ৮০ জনকে আদালতে প্রেরনের প্রক্রিয়ার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, হাজারী লেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জুয়েলারি দোকানগুলো সিলগালা করা হয়েছে।
পরবর্তীতে তদন্ত সাপেক্ষে দোকান খুলে দেয়া হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ।
আইএমই/এমএহক