চট্টগ্রাম নগরীর সড়ক ও জনচলাচলের পথে অবৈধ স্থাপনার বিরুদ্ধে মাঠে নামছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ক্লিনরোড-ফ্রিরোড কার্যক্রম। প্রথম ধাপে এ কার্যক্রম চলবে পাঁচদিন— ১০ জানুয়ারি পর্যন্ত।
সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন, এই কার্যক্রমে রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ইট, বালু, পাথর, অবৈধ ভ্যান, চায়ের টং, দোকান, টায়ার, অবৈধ বাজার, গ্যারেজ অপসারণ করা হবে। এ সময় অবৈধ স্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ফুটপাত, ছোট বড় রাস্তা ও গলির চলাচল পথেও পরবর্তী ধাপে এ কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, প্রথম পর্যায়ে বিমানবন্দর থেকে কর্ণফুলী নতুন ব্রিজ, কর্ণফুলী ব্রিজ থেকে কোতোয়ালী থানা, নিউমামার্কেট, টাইগারপাস রোড, বহদ্দারহাট থেকে কালুরঘাট, জিইসি থেকে সিটি গেইট ও মুরাদপুর থেকে অক্সিজেন— এ পাঁচটি সড়কে রাস্তায় কার্যক্রম পরিচালনা করা হবে।
জানা যায়, নগরীর চকবাজার, সিরাজুদ্দৌলা রোড, চট্টগ্রাম কলেজ সড়ক, প্যারেড কর্নার, চকবাজার ডিসি রোড, কাতালগঞ্জ, মুরাদপুর, বহদ্দারহাট, আন্দরকিল্লা, নিউমার্কেট থেকে কোতোয়ালী সড়ক, জুবলী রোড, চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টেশ্বরী রোড, চমেক হাসপাতালের সামনে কেবি ফজলুল কাদের রোড, ওআর নিজাম রোড, দুই নম্বর রেল গেট, বায়েজিদ বোস্তামী সড়ক, মুরাদপুর থেকে অক্সিজেন সড়ক, কাজীর দেউড়ি, এমএ আজিজ স্টেডিয়াম, সদরঘাট রোড, ফিরিঙ্গীবাজার সড়ক, সিনেমা প্যালেস, আগ্রাবাদ শেখ মুজিব সড়ক, ডিটি রোড, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, বহদ্দারহাট থেকে কালুরঘাট সড়ক, ইপিডেজ, বন্দরটিলা, একে খান মোড়, কর্নেলহাট, অলংকার, সাগরিকা সড়ক, বিমানবন্দর থেকে কর্ণফুলী নতুন ব্রিজ, কোতোয়ালী থেকে কর্ণফুলী সেতু সড়কসহ নগরীর যানচলাচল ও জনচলাচলের পথের অধিকাংশই দখলে রেখেছে একাধিক অবৈধ স্থাপনা।
এসব স্থাপনার মধ্যে রয়েছে ইট, বালু, পাথর, অবৈধ ভ্যান, চায়ের টং, দোকান, টায়ার, অবৈধ বাজার, গ্যারেজ।
চট্টগ্রাম কলেজের চারপাশের রাস্তায় ইট বালু রেখে বছরের পর বছর অসাধু ব্যবসায়ীদের দখলে থাকার বিষয়টি নজরে আসে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদের। তিনি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রাম কলেজের চারপাশের রাস্তায় এভাবেই ইট বালু রেখে বছরের পর বছর ব্যবসা করত কিছু অসাধু ব্যবসায়ী। সব উচ্ছেদ করে রাস্তাটি ফাঁকা করা হলো।’
এভাবে রাস্তা দখল করে ব্যবসা চলতে দেখলে নগরবাসীকে ট্রাফিক কন্ট্রোল রুমের ০১৯১৯-৯১১-৯১১ নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছেন সিএমপির এই অতিরিক্ত কমিশনার।
এসএইচ/সিপি