চট্টগ্রামের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ২৫ জন।

চট্টগ্রামের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ 1

নিহত দু’জনের একজন হলেন শামসুল আলম (৫০)। তবে অপর চারজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান (৩৫), শাহরিয়ার (২৬) ও মো. জাহিদ হাসান (২৬)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

কর্তব্যরত চিকিৎসক আহতদের ক্যাজুলয়াটি ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। এছাড়া নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক।

এর আগে শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

শনিবার সন্ধ্যা ৬টায় আগ্রাবাদ বিভাগীয় ফায়ার কন্ট্রোল রুম থেকে জানায়, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে অগ্নি নির্বাপণে কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

২০২২ সালের ৪ জুন রাতে সীমা অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন নিহত হন। আহত হন প্রায় ২০০ লোক।

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm