চট্টগ্রামের সাবেক দুই কাউন্সিলরসহ ৭৬ জনের নামে যুবদল নেতার মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুই কাউন্সিলরসহ ৭৬ জনের নামে মামলা দায়ের করেছে এক যুবদল নেতা। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। মামলায় গুলিবিদ্ধ হন বলে উল্লেখ করেন ওই যুবদল নেতা।

সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিকের আদালত চন্দনাইশ উপজেলার শিবলী নোমান নামের এক যুবদল নেতা মামলার আবেদন করেন। আদালত সেটি গ্রহণ করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় নগরীর জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারিসহ ৭৬ জনের নাম দিয়ে আসামি করা হয়েছে।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর জুবিলী রোডের আমতলের তিন পোল এলাকায় গুলিবিদ্ধ হন শিবলী নোমান। তাকে প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

বাদির আইনজীবী জিয়াউল হক জিয়া বলেন, শিবলী নোমান ৪ আগস্ট গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালত মামলার আবেদন গ্রহণ করে নগরীর কোতোয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm