সমাবেশে নিজ নেত্রীদের চুল টেনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালি করে এবার পদ হারালেন বিএনপির অঙ্গসংগঠন চট্টগ্রাম নগর মহিলা দলের চার নেত্রী।
রোববার (২১ মে) জাতীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত চার নেত্রী হলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা,নগর শাখার সহ-সাপতি আঁখি সুলতানা ও জেসমিনা খানম এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ লিটা।
এরআগে শুক্রবার (১৯ মে) নসিমন ভবনে চট্টগ্রাম জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। যাতে অন্যান্য সংগঠনের মত অংশ নেয় মহিলা দল। কিন্তু সদ্য গঠিত নগর মহিলা দলের কমিটিতে আগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পুনর্বহাল রাখা ও ত্যাগীদের কমিটিতে স্থান না দেওয়ার প্রতিবাদে একাধিকবার সরব হয় একটি পাল্টা গ্রুপ। ৩০ মার্চ কমিটি ঘোষণার পর থেকে একাধিকবার ঝাড়ু মিছিল, বিক্ষোভ মিছিলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক স্ট্যাটাস দেন পদবঞ্চিতরা।
এরই ধারাবাহিকতায় ১৯ মে’র সমাবেশের দিনও মহিলা দলের কমিটির বিরুদ্ধে জুতা হাতে প্রকাশ্যে বিক্ষোভ করতে দেখা যায় মহিলা দলের একটি পক্ষকে। সেসময় মহিলা দলের একাধিক নেত্রীকে ফেসবুক লাইভে এসে অশ্লীল ভাষায় গালাগালও করতে দেখা যায়। সমাবেশ চলাকালীন সময় মহিলা দলের দু’পক্ষই প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ায়। পরবর্তীতে সেই বাকবিতণ্ড শেষ হয় চুল টানাটানির মাধ্যমে।
বিষয়টি নজরে এলে সাংগঠনিক পরিপন্থি কাজে জড়িত থাকার অপরাধে চার নেত্রীকে বহিষ্কার করে সংগঠনটির শীর্ষ পর্যায়।
বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে চারজনকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এতে বলা হয়, এই সিদ্ধান্ত আজ (রোববার) থেকে কার্যকর হবে।
বিএস/ডিজে