চট্টগ্রামের সন্তান সৌদি আরবের চিকিৎসক মারা গেলেন করোনায়

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেলেন চট্টগ্রামের সন্তান ডা. গোলাম মুস্তাফা। মঙ্গলবার (১৬ জুন) সকালে মদিনার ওহুদ হাসপাতালে মারা যান তিনি। তবে গত ২৪ দিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

ডা. গোলাম মুস্তাফার বাড়ি বোয়ালখালীর কদুরখীল এলাকায় হলেও তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকে পরিবার নিয়ে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। তিনি বলেন, ডা. গোলাম মুস্তাফা করোনা আক্রান্ত হয়ে ২৪ দিন আগে মনিদা মনোয়ারায় ওহুদ হসপিটালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, ডা. গোলাম মুস্তাফা ৩০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের মক্কার একটি হাসপাতালে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি শত শত বাংলাদেশি প্রবাসী ও হাজীদের ফ্রি চিকিৎসা দিতেন।

ব্যক্তিগত জীবনে তিনি খুবই বন্ধুবৎসল ছিলেন বলে জানান তার স্বজনরা। ডা. মুস্তাফা চার ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
এফএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!