চট্টগ্রামের সন্তান বাবলু জাপা মহাসচিব হওয়ায় নগরীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস

চট্টগ্রামের সন্তান জিয়া উদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টির মহাসচিব পদে নিযুক্ত হওয়ায় আনন্দ সমাবেশ করেছে নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পরে দেশের কোনো প্রধান বিরোধী দলের মহাসচিব পদে চট্টগ্রামের সন্তান জিয়া উদ্দিন আহমেদ বাবলু মনোনিত হয়েছেন। এ গৌরব গোটা চট্টগ্রামের মানুষের। ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সমাজ নির্মাণে জিয়াউদ্দিন আহমেদ বাবলু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

তারা আরও বলেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে বাবলুর পাশে থেকে চট্টগ্রামের নেতাকর্মীরা সক্রিয়ভাবেই কাজ করে যাবে।’
বাবলু দলের মহাসচিব মনোনীত হওয়ায় চট্টগ্রামে জাতীয় পার্টির কার্যক্রম অতীতের চেয়ে আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তারা।
চট্টগ্রামের সন্তান বাবলু জাপা মহাসচিব হওয়ায় নগরীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস 1

উত্তরজেলা জাতীয় পার্টি আহবায়ক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে ও উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. শফিক উল আলম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি দক্ষিণ জেলার আহবায়ক শামছুল আলম মাস্টার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি উত্তর জেলার আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব শায়েস্তা খাঁন চৌধুরী, বোয়ালখালী উপজেলার সভাপতি আমান উল্লাহ আমান, সেক্রেটারি মো. ফজু, উত্তর জেলার আহবায়ক কমিটির সদস্য মেসবাহ উদ্দীন আকবর, কর্ণফুলী থানার সভাপতি আবদুস সাত্তার রণি, আহমদ হোসেন, লোকমান শিকদার, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি সালাউদ্দিন খোরশেদ চৌধুরী, বাবলু সমর্থক গোষ্ঠীর আহবায়ক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন রানা মহাজন, মজিবুল হক তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আইয়ুব, কাজী বোরহান,মো. রিদোয়ান, স ম নাজিম উদ্দিন প্রমুখ।

সমাবেশের পর চট্টগ্রাম প্রেসক্লাবের আনন্দ সমাবেশ থেকে একটি র‍্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!