চট্টগ্রামের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান ড. নিয়াজ আহমেদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঢাবি’র ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক।

সোমবার (২৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন ড. নিয়াজ।

অধ্যাপক ড.নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষা গ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড, যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অনেক অবদান রয়েছেন।

ড. নিয়াজ আহমেদ খান ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের একটি প্রাচীন শিক্ষিত ও মুসলিম সম্ভ্রান্ত পরিবার ডিপুটি বাড়িতে জন্মগ্রহণ করেন। ডিপুটি বাড়ির কীর্তিমান মনিষী খান বাহাদুর নাসিরুদ্দীন। এই পরিবারের গর্বিত সন্তানেরা বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিনামা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। ইতিহাস পণ্ডিত ড. মঈনউদ্দিন আহমেদ খান, ৫২ এর ভাষা আন্দোলনের অন্যতম ভাষা সৈনিক ফরমান উল্লাহ খান, ভাষা সৈনিক লুৎফর রহমান খান এই ডেপুটি বাড়ির ইতিহাসকে আরও উজ্জ্বল করেছে। সাবেক লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দীন খানও এই পরিবারের সন্তান।

ড. নিয়াজ আহমেদ খানের পিতা মরহুম ড. শফিক আহমেদ খান। তার দাদা মরহুম কবির উদ্দিন খান (কীর্তিমান মনীষী খান বাহাদুর নাসিরুদ্দিনের দৌহিত্র)। বিখ্যাত সাহিত্যিক ও কবি সুফিয়া কামালের স্বামী লেখক ও অনুবাদক মরহুম কামাল উদ্দিন খান উনার ছোট দাদা।

ড. নিয়াজ আহমেদ খান ১৯৮১ সালে কুমিল্লা বোর্ড কর্তৃক মাধ্যমিক পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন। ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিকে চট্টগ্রাম কলেজ থেকে মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তখনো চট্টগ্রাম কলেজ কুমিল্লা বোর্ডের অধীনে ছিল এবং উচ্চ মাধ্যমিকেও কুমিল্লা বোর্ডে ১ম স্থান অধিকার করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এডমিনিস্ট্রেশন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং উভয় পরীক্ষাতে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন।

প্রফেসর খান যুক্তরাজ্যের ওয়েলস ইউনিভার্সিটি থেকে সম্মাননাসহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি, সোয়ানসি বিশ্ববিদ্যালয় কলেজ এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন।

ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, ব্রাক ইনস্টিটিউট অব ডেভেলপমেন্টের একাডেমিক ফেলো এবং সেন্টার ফর রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট রিসোর্স এর নির্বাহী পরিচালক ছিলেন। তার কর্মজীবন ও অভিজ্ঞতা শিক্ষা গবেষণা ও প্রায়োগিক উন্নয়ন ব্যবস্থাপনা এই দুটি ধারায় সমৃদ্ধ। তিনি পৃথিবীর অন্যতম প্রধান ও খ্যাতিনামা পরিবেশবাদী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার(আইইউসিএন) এর বাংলাদেশ দপ্তরের প্রধান (দেশীয় প্রতিনিধি) ছিলেন। তিনি এর আগেও উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কোওর্ডিনেটর (পার্বত্য চট্টগ্রাম), এশিয়ান উন্নয়ন ব্যাংকের বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এবং পিকেএসএফ’র অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির কুইন এলিজাবেথ হউজে ‘দক্ষিণ এশিয়ান ফেলো’, ওয়েলস ইউনিভার্সিটির ‘রিসার্চ ফেলো’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ‘এশিয়া রিসার্চ ফেলো’র দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(এডিবি), আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যুক্তরাজ্য সরকারের সোয়ানসা-বে রেসিয়াল ইক্যুয়িটি কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচিতে উপদেষ্ঠা ও পরামর্শকের দায়িত্ব পালন করেন।

ড. নিয়াজ ১৬০টিরও বেশি গবেষণামূক প্রবন্ধের রচয়িতা। তিনি নিয়মিতভাবে বাংলাদেশের উচ্চ পর্যায়ের ও নাগরিক সমাজের বিভিন্ন কমিটি এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে সরব ভূমিকা রেখেছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm