চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারানো ড্রাম্প ট্রাক কেড়ে নিলো দুই প্রাণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ড্রাম্প ট্রাক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পুটিবিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ , নিহতদের মধ্যে একজনের নাম তৌহিদ। তবে নিহত ৭ বছর বয়সী শিশুর নাম পরিচয় জানা যায়নি।’

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ড্রাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিক্সাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী তৌহিদ ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm