চট্টগ্রামের লোক প্রাণ হারাল ওমানের সড়কে

ওমানের রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক চট্টগ্রামের বাসিন্দা এক প্রবাসী। আবু বক্কর (৪৪) নামের ওই ব্যবসায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় ওমানের রাজধানী মাস্কাট সিটির মওয়ালা সবজি মার্কেট থেকে বের হয়ে হামেরিয়া যাওয়ার জন্য হেঁটে পাশের নিজওয়া-মাস্কাট মহাসড়ক পারাপার হচ্ছিলেন আবু বক্কর। পথেই দ্রুতগামী একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। মুহূর্তে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ফারুক মাস্টার বাড়ির হাফেজ আহম্মেদের পুত্র।

ঘটনার পরপরই রয়্যাল ওমান পুলিশ আবু বক্করের লাশ উদ্ধার করে মাস্কাটের এক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বক্করের ওমানপ্রবাসী আরেক ভাই ইদ্রিস বলেন, সে ফ্রুট মার্কেটে ব্যবসা করত। হামেরিয়া এলাকায় তার কোনো এক বন্ধুর কাছে যাচ্ছিল। সড়ক পার হতে গিয়ে অসাবধানতার কারণে তাকে মৃত্যুবরণ করতে হলো।

ভিসা সমস্যার কারণে মরদেহ বাংলাদেশে পাঠাতে কিছুটা জটিলতা থাকলেও সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে রাখা হবে বলে বাংলাদেশ দূতাবাস বক্করের স্বজনদের আশ্বস্ত করেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!