চট্টগ্রামের রেল কর্মচারীরাও এবার ডোপ টেস্টের আওতায়

বাংলাদেশ পূর্বাঞ্চল চট্টগ্রামের রেল কর্মচারীদের এবার ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। মাদকাসক্তের প্রমাণ পেলেই মিলবে শাস্তি।

এই সংক্রান্ত একটি দপ্তরাদেশ ইতোমধ্যে ১০টি দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২০ ফ্রেব্রুয়ারি) রেলওয়ে (পূর্ব) বিভাগীয় তত্ত্বাবধায়ক আবিদুর রহমানের এই দপ্তরাদেশ দেওয়া হয়।

s alam president – mobile

জানা গেছে, কর্তব্যরত অবস্থায় মদ, তাড়ি, অন্যান্য মাদক গ্রহণ করলে রেলের কোনো কর্মচারী চাকরি করতে পারবে না। শুধু তাই নয়, চাকরির বাইরেও কোনো রেলকর্মীর মাদক সেবনের প্রমাণ পেলে বরখাস্ত বা জরিমানার আওতায় পড়তে হবে।

চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী ১, ২, ৩; বিভাগীয় তার, সংকেত, বিভাগীয় পরিবহন দপ্তর, বিভাগীয় বাণিজ্যিক দপ্তর, বিভাগীয় যান্ত্রিক (লোকো) ক্যারেজ ও ওয়াগনসহ সেন্ট্রাল রেলওয়ে ভবন চট্টগ্রামের সকল দপ্তরে কর্মচারীদের জানাতে কর্মকর্তাদের এই দপ্তরাদেশ দেওয়া হয়েছে।

জেএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!