ট্রেনের চাকায় কাটা পড়া ৩৫ বছর বয়সী এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হল ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে।
শনিবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বাড়বকুণ্ডে কেএসআরএম কারখানাসংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে খণ্ডবিখণ্ড হয়ে ছড়িয়ে থাকা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশের চট্টগ্রামের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম বলেন, ‘সকালে ‘বাড়বকুণ্ডে খণ্ডবিখণ্ড একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করি। যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।’
তিনি বলেন, ‘লাশ একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে। লাশটির পরনে জিন্সের প্যান্ট ও শার্ট ছিল। বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা।’
তিনি আরও বলেন, ‘ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে আমাদের ধারণা। ভোরে অথবা আগের রাতের কোনো একসময়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মুআ/সিপি