চট্টগ্রামের রেজিস্ট্রার অফিসের কর্মচারী ঘুষের টাকা রাখেন স্ত্রীর কাছে, দুদকের মামলা

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাবেক সহকারী মোহাম্মদ আলমগীর ওরফে লাতু সরকারি ভূমি অফিসের চাকরি করেছেন দীর্ঘদিন ধরে। তাকে টাকা দিলে ভূমি সংক্রান্ত সব সমাধান পেতো সেবাপ্রার্থীরা। আর ঘুষের এসব অর্থ তিনি জমা রাখতেন স্ত্রীর কাছে।

ভুক্তভোগীদের অভিযোগের প্রক্ষিতে দীর্ঘ অনুসন্ধান শেষে স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক (সংযুক্ত) আপেল মাহমুদ বিপ্লব বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

মামলায় আসামি করা হয় মোহাম্মদ আলমগীর ওরফে লাতু (৬৭) ও তার স্ত্রী হাসিনা বেগমকে (৪৬)।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়। দুদকের অনুসন্ধানে ৬৩ লাখ ৮২ হাজার ২৭১ টাকা টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার প্রাথমিক সত্যতা পেয়েছে।

২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আসামি হাসিনা বেগমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে দুদক। ২০২২ সালের ৬ মার্চ তার নিজ নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের তথ্য দাখিল করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে ৭৫ লাখ ৬০ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ১৩ লাখ ২১ হাজার ৮৪২ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট ৮৮ লাখ ৮১ হাজার ৮৪২ টাকা মূল্যের সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেছেন হাসিনা বেগম।

এদিকে আসামি হাসিনা বেগমের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে ৭১ লাখ ৬০ হাজার টাকার স্থাবর সম্পদ ৯ লাখ ৯৬ হাজার ৮৪২ টাকা সহ সর্বমোট ৮১ লাখ ৫৬ হাজার ৮৪২ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। একই সময়ে তিনি ২৮ লাখ ৮৮ হাজার ৬৬৫ টাকার পারিবারিক ব্যয় করেছেন। পারিবারিক ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৫০৭ টাকা। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে তার ৪৬ লাখ ৬৩ হাজার ২৩৬ টাকা গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়।

এক্ষেত্রে তিনি ৬৩ লাখ ৮২ হাজার ২৭১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন।

এমএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm