চট্টগ্রামের রিমন শীল ফেসবুকে গুজব ছড়ানোর মূল হোতা, আটক ফিরিঙ্গিবাজার থেকে

0

ফেসবুকে সাম্প্রদায়িক ইস্যুতে গুজব ছড়ানোর অভিযোগে রিমন শীল নামে চট্টগ্রামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ইয়াকুব নগর থেকে তাকে আটক করা হয়।

রিমন শীল চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম বিজয় শীল।

s alam president – mobile

রোববার (২৪ অক্টোবর) র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও গুজব ছড়ানোর অভিযোগে রিমনকে শনিবার (২৩ অক্টোবর) মধ্যরাতে আটক করা হয়।

রিমন সর্বপ্রথম সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিওটি যতন সাহার ভিডিও বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মে মাসে ঢাকার একটি হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে নোয়াখালীর সাম্প্রদায়িক ঘটনার হত্যাকাণ্ড বলে অপপ্রচার করে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। এই গুজব ছাড়ানোর ঘটনায় জড়িত থাকার অপরাধে রিমনকে আটক করা হয়।

Yakub Group

এতে আরও জানানো হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কোতয়ালী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে৷

বিএস/এমএফও/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!