চট্টগ্রামভিত্তিক পোশাকশিল্প প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড একই গ্রুপের আরেক অঙ্গপ্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। রিজেন্ট টেক্সটাইল দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সালমান হাবিব এবং এর অন্যতম পরিচালক ইয়াসিন আলী। অন্যদিকে লিগ্যাসি ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর ইয়াসিন আলী এবং এর অন্যতম পরিচালক সালমান হাবিব।
দুটি কোম্পানিই চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
রিজেন্ট টেক্সটাইলের কারখানা চট্টগ্রামের পূর্ব কালুরঘাট এলাকার চরখিদিরপুরে। অন্যদিকে লিগ্যাসি ফ্যাশনের কারখানাও কালুরঘাটের বিএসসিআইসি শিল্প এলাকায়।
জানা গেছে, লিগ্যাসি ফ্যাশনে মোট ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে রিজেন্ট টেক্সটাইল। এ বিষয়ে গত ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়েছে।
২০০৪ সালে প্রতিষ্ঠিত লিগ্যাসি ফ্যাশন ১০০ ভাগ রপ্তানিমুখী এবং সম্পূর্ণ তৈরি পোশাকশিল্পের অন্তর্ভুক্ত। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের প্রতিবেদন অনুযায়ী লিগ্যাসি ফ্যাশনের নেট অ্যাসেট মূল্য ৮৩ কোটি ১ লাখ ১৫ হাজার টাকা। শেষ তিন বছরে গড়ে কোম্পানিটির টার্নওভার হয়েছে ৩০০ কোটি টাকা করে।
সিপি