চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী ছাত্রলীগ ও যুবলীগের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলন চলাকালে দুজনকেই অস্ত্র হাতে দেখা গেছে প্রকাশ্য রাজপথে। ঘটনার ভিডিওচিত্র দেখে পুলিশ তাদের শনাক্ত করে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল ব্যাপারিপাড়ার শ্যামলী আবাসিক এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারাহলেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ‘ক্যাডার’ ঋভু মজুমদার (২৭) এবং যুবলীগ কর্মী মো. জামাল (৪০)।
এর মধ্যে ঋভু মজুমদার নগরীর চান্দগাঁও এলাকার সাধুপাড়ার বাসিন্দা। জামাল ভোলা সদরের বাসিন্দা হলেও থাকেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায়।
ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঋভু মজুমদার ও জামাল দুজনেই গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেন। এসব ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
ওইদিন বহদ্দারহাট মোড়ে গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থীসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় গত ১৯ আগস্ট চান্দগাঁও থানায় করা হত্যা মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।