লাইন লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য চট্টগ্রামে বেশকিছু এলাকায় সকাল ৬টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার চান্দগাঁও আবাসিক এলাকা বহদ্দারহাট এলাকা, মোহরা, কুয়াইশ, নজু মিয়ার হাট, কাতালগঞ্জ, চকবাজার, হামিদ চর, পাঠানিয়া গোদা, ওলি খাঁ মসজিদের সামনের এলাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি উচ্চচাপবিশিষ্ট গ্যাস পাইপ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য সকাল ৬টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
আইএমই/ডিজে