চট্টগ্রামের যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

এবিএম মহিউদ্দীন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের জন্য চট্টগ্রামের কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

কেজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (২জুলাই) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবারহ সরঞ্জামাদি বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়।

যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বারিক বিল্ডিং, আগ্রাবাদ সিডিএ, নিমতলা, বন্দর, মাদারবাড়ী, সদরঘাট, নিউমার্কেট, পাথরঘাটা ও মাঝিরঘাট এলাকায় গ্যাস সরবারহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া আন্দরকিল্লা, চাক্তাই, ডিসি রোড, জেল রোড, লালখানবাজার, জিইসি, কোতোয়ালী, দেওয়ানহাট ও টাইহারপাস এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm