চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার

চট্টগ্রামে বিদ্যুতের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (১৯ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

s alam president – mobile

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান

১৯ মে, শুক্রবার

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটিয়া থানা ফিডার (আংশিক) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি পটিয়া থানা ফিডারের আনোয়ারা রোড, মাঝের ঘাটা, পাইক পাড়া এলাকায় মেরামত ও সংরক্ষণ কাজসহ বিভিন্ন বৈদ্যুতিক লাইনের উভয় পার্শ্বের গাছের ডালপালা কর্তন করা হবে।

Yakub Group

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!