চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার

বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। 

বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের মোহরা ও পটিয়ার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

s alam president – mobile

সকাল ৭টা থেকে বিকাল ৩টা : বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরার আওতাধীন ৩৩ কেভি মোহরা ওয়াসা বুস্টার ( মোহরা- মোহরা ওয়াসা) ১১ কেভি মোহরা-০১ নম্বর ফিডারের আওতায় পশ্চিম মোহরা, কুলা পাড়া, পূর্ব মোহরা, মধ্যম মোহরা, রাজা খান বাড়ি, মাটিয়ার বাড়ি, দেওয়ান মহসীন রোড, পুরাতন কালুরঘাট, সদ্দার খান চৌধুরী বাড়ি, খাল পাড়, এএল খান রোড, চেয়ারম্যান কলোনি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা : বিতরণ বিভাগ পটিয়ার আওতাধীন শিকলবাহা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার বন্ধ থাকবে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

Yakub Group

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm