চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না মঙ্গলবার

চট্টগ্রামের বিভিন্ন স্থানে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের মোহরার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান

৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার

সকাল ৭টা থেকে বিকাল ৩টা : বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরার আওতাধীন ৩৩ কেভি সার্কিট-১, ১১ কেভি মোহরা-১১, ১১ কেভি অনন্যা-১০ নম্বর ফিডারের আওতায় কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোল পোল, ভরা পুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী রোড, বড় বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদার্শা, মধ্যম মাদার্শা, গ্রিড কলোনি রোড, চিনার পোল, রহমানিয়া সেতু, ব্রাহ্মণ হাট এলাকা।

Yakub Group

মেরামত কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!