পাঁচ হাজার টাকা চুক্তিতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর শাটার গান দিয়ে ২৮ রাউন্ড গুলি ছুঁড়েন পেশাদার সন্ত্রাসী তৌহিদুল ইসলাম। তবে ভারতে পালানোর সময় সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানা পুলিশ। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানার কামালনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ ওরফে ফরিদ নগরীর চান্দগাঁও থানার শমশের পাড়ার বড় পুকুর পাড় এলাকার মনু সওদাগরের বাড়ির সেকান্দরের ছেলে।
জানা গেছে, চট্টগ্রামের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরাল ও চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন ফরহাদের নির্দেশে পাঁচ হাজার টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুল চালানোর চুক্তি হয় তৌহিদুলের সঙ্গে। এরপর তিনি পাকিস্তানি শাটারগান দিয়ে ছাত্রদের ওপর ২৮টি গুলি ছুঁড়েন। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় পাঁচটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এডিসি কাজী মো. তারেক আজিজ বলেন, হত্যা-চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় তৌহিদুল বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তাছাড়া তার কাছে আরও বেশ কিছু অস্ত্র রয়েছে বলে সে স্বীকারোক্তি দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্রদের ওপর পাকিস্তানি শাটারগান দিয়ে ২৮টি গুলি ছুঁড়ে সে। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলো সে। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরএ/ডিজে