চট্টগ্রামের ম্যাসাজ পার্লারে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১৮ নারী-পুরুষ ধরা
ছাড়িয়ে নিতে থানায় প্রভাবশালীদের তদবির
চট্টগ্রাম নগরীর মেহেদিবাগ এলাকার একটি ম্যাসাজ পার্লার থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ। তাদের ছাড়িয়ে নিতে চকবাজার থানায় অনেক প্রভাবশালী তদবির করছে বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকেই লুকোচুরি খেলছে চকবাজার থানা পুলিশ।
বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করে চকবাজার থানায় নিয়ে আসা হয়। এসআই মো. শফিউল্লাহ ওই অভিযানে নেতৃত্ব দেন।
জানা গেছে, মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালের পাশে অবস্থিত একটি ভবনের প্রথম তলায় মুনলাইট সেলুন নামের ওই ম্যাসাজ পার্লারটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলে আসছিল। স্থানীয় নেতাদের অনেকে এখানে নিয়মিত আসা-যাওয়া করায় এলাকার বাসিন্দারা ভয়ে কিছু বলতে পারেন না। লিটন নামের এক ব্যক্তি এর মালিক হলেও এর কেয়ারটেকার হিসেবে কাজ করেন ফেরদৌস নামের এক ব্যক্তি।
এদিকে আটক ৯ জন পুরুষের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাও আছেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ম্যাসাজ পার্লার থেকে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আবদুল কাইয়ম সৌরভ নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আটকের খবরে থানায় নেতাকর্মীদের ভিড় জমেছে বলে ওই সূত্র জানিয়েছে।
এদিকে ঘটনার পর থেকে চকবাজার থানা পুলিশ লুকোচুরি খেলছে। অভিযানে নেতৃত্ব দেওয়া চকবাজার থানার এসআই মো. শফি উল্লাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘আপনি থানায় এসে জেনে যান। এভাবে তথ্য দেওয়া যাবে না। আপনি যার কাছ থেকে জেনেছেন তার থেকে বাকি তথ্য জেনে নিন।’
অন্যদিকে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালী উদ্দিন আকবরের মুঠোফোন একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।