চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (৩০ জুন) বেলা ১২টার দিকে নগরীর ষোলশহর এলাকায় ২ নম্বর গেইটের মেয়র গলিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ড্রাইভারসহ মোট পাঁচজনকে নিয়ে সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। এ সময় নালায় পানির তীব্র স্রোত ছিল। স্থানীয়রা অটোরিক্সা যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালে কর্তব্যরত পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার পরে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। নিহত দুইজনের মধ্যে একজন অটোরিকশা চালক। আহত অপর দুই জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এমএহক