চট্টগ্রামের মেহেদীবাগে মাদ্রাসার ভেতর ছাত্রের লাশ

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় মেহেদী টাওয়ারের দারুস সাফা নামের একটি মাদ্রাসা থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ছাত্রের নাম সাবিব সায়হান (৯)। তার পিতার নাম মশিউর রহমান। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারনা সাবিব সায়হান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, সাবিব নামের ছেলেটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যু কিভাবে হয়েছে জানা যাবে।

ছেলেটির বাবা মশিউর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm