ফিনল্যান্ডের ক্ষমতাসীন কোকোমুস পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন চট্টগ্রামের সন্তান তাসলিমা আকতার জামান। আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিত ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে রাজধানী হেলসিংকি শহরের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। ২ ডিসেম্বর ক্ষমতাসীন দল ন্যাশনাল কোয়ালিশন পার্টি (কোকোমুস পার্টি) তাকে কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা গ্রামে তাসলিমা জামানের গ্রামের বাড়ি। ওই গ্রামের লাতু মিয়ার বাড়ির ফখরুল ইসলাম চৌধুরীর মেয়ে তিনি।
এবারের নির্বাচনে হেলসিংকি শহরের কাউন্সিলে কোকোমুস পার্টি থেকে তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী। আগামী বছর ১৩ই এপ্রিল অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের এই স্থানীয় কাউন্সিল নির্বাচন। নির্বাচনে ২ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেওয়া যাবে আগাম ভোট। ভোট দিতে পারবেন ফিনল্যান্ডে ২ বছর বসবাসরত যে কেউ। আর ভোট দানের নির্দিষ্ট শহরে ভোটের আগে ৫১ দিন।
তাসলিমা বলেন, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সবার সেবায় কাজ করতে চান। বিশেষ করে, অভিবাসীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও সমাজে একীভূতকরণে যুগোপযুগী পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা। নারীর ক্ষমতায়ন ও পোশাকের স্বাধীনতা নিশ্চিত করন। শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ বিকাশে বাজেট বরাদ্ধ বাড়ানো। যুবসমাজের কথা চিন্তা করে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাধুলার জন্য প্রয়জনীয় অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্ধ নিশ্চিত করা। নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ছাত্রদের নতুন নতুন কাজের ক্ষেত্র প্রস্তুত ও বিশেষ সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বয়োবৃদ্ধদের যথাযথ সেবা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন।
তাসলিমা ফিনল্যান্ড থেকে প্রকাশিত একমাত্র বাংলা অনলাইন সংবাদ ২১ ডটকমের প্রকাশক। তিনি সমাজের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি খেলাধুলার কল্যাণে কাজ করে চলেছেন। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা।
চট্টগ্রম শহরে জন্ম নেওয়া তাসলিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রিধারী। তিনি ব্যবসার পাশাপাশি স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। ২০০৯ সালে পারিবারিক ভিসায় তিনি ফিনল্যান্ডে যান। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের মা।
বাংলাদেশি প্রবাসীদের ফিনল্যান্ডের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী ১৩ এপ্রিল স্থানীয় নির্বাচনে তিনি নির্বাচিত হলে তা হবে হেলসিংকিতে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবের বিষয়।