চট্টগ্রামের মেঘলা আকাশে বৃষ্টির আভাস, সোমবার থেকে বাড়বে শীত

চট্টগ্রামের আকাশ শনিবার দুপুর থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও দেশের বেশ কয়েকটি বিভাগেও আকাশ মেঘলা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে বজ্র বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আগামী রোববার পর্যন্ত এ পরিস্থিতি চলবে।

সোমবার (২৩ নভেম্বর) থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা কথা জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়াবিদ ড. শহিদুল ইসলাম। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ বৃষ্টিপাতের কারণে শীতের আদ্রতাও বাড়বে। একই সঙ্গে শনিবার ও রোববার হালকা ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

এদিকে চট্টগ্রাম ছাড়াও খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বেশিরভাগ অঞ্চলে আকাশজুড়ে মেঘের ঘনঘটার পাশপাশি থাকবে কুয়াশাও।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম ও উত্তর দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার থেকে আকাশ পরিষ্কার ও তাপমাত্রা কমে শীত পড়বে বলেও পূর্বাভাসে বলা হয়।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!